মশা মারার সেরা ইলেকট্রিক ব্যাট / ওয়ালটন মশা মারার ব্যাট দাম কত?

Admin
0
মশা মারার সেরা ইলেকট্রিক ব্যাট / ওয়ালটন মশা মারার ব্যাট দাম কত?

মশা মারার ইলেকট্রিক ব্যাট বর্তমানে মশা মারার জন্য অনেক কার্যকরী। প্রতিনিয়ত মশার উৎপাত বেড়েই চলেছে। বিশেষ করে শহর অঞ্চলগুলোতে মশার উপদ্রব বেশি দেখা দেয়। মশা মারার ব্যাট সহজেই ব্যবহার করা যায়, এই ব্যাট প্রত্যেকদিন চার্জে দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত মশা মারার কাজে ব্যবহার করতে পারবেন। 

তাই আজকে আমরা আপনাদেরকে ভালো মানের কিছু মশা মারার ইলেকট্রিক ব্যাটের দাম এবং কোয়ালিটি কেমন এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানাবো। তাই আপনি যদি ভাল মানের একটি মশার ব্যাট কিনতে চান তাহলে এই কন্টেন্টটি পড়ে তারপরে কেনার সিদ্ধান্ত নিন। 

মশা মারার ইলেকট্রিক ব্যাট কেন ব্যবহার করবেন

দ্রুত মশা মারার জন্য খুবই কার্যকরী
রাসায়নিক ভুক্ত এবং স্বাস্থ্যসম্মত ভাবে কাজ করে
এটি চার্জে দেওয়া যায় এবং দীর্ঘক্ষণ ব্যবহার করা যায়
কারেন্ট খুব একটা বেশি অপচয় হয় না
মশার উৎপাত থেকে রক্ষা করা সহজ
এটি ব্যবহার করার ফলে মশা পুনরায় বিস্তার করতে পারে না
মশা সম্পূর্ণভাবে একেবারে নিরাময় করা যায়
এটি খুব সহজেই বহনযোগ্য

মূলত মশা মারার এই ব্যাট যদি আপনি কিনেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। কেননা মশা মারার কাজে যদি আপনারা কয়েল ব্যবহার করেন তাহলে বাচ্চাদের অথবা বড় মানুষদেরও ধোয়া জনিত সমস্যা দেখা দেয়। যাদের কোয়েলের ধোয়াতে প্রবলেম আছে তারা চাইলে মশার ব্যাট ব্যবহার করতে পারেন এতে করে খুব ভালো কার্যকরী ফলাফল পাবেন। 

ওয়ালটন মশা মারার ব্যাট দাম কত?

ওয়ালটন ব্যান্ডের মশা মারার ব্যাট খুবই কার্যকরী এবং জনপ্রিয়। এর গুণগত মান অনেকটাই ভালো এটি সহজেই চার্জ দিয়ে ব্যবহার করা যায়।

ওয়ালটন WMBT-001 মডেলের মশা মারার ব্যাট: ৮৫০ টাকা।
ব্যাটারি লাইফ: সম্পূর্ণ চার্জে ৬-৮ ঘণ্টা ব্যবহারযোগ্য।
চার্জিং সময়: প্রথমবার ৮-১২ ঘণ্টা, পরবর্তী চার্জ ৪-৬ ঘণ্টা।
কোথায় পাবেন? ওয়ালটনের শোরুম ও অনলাইন স্টোরে পাওয়া যায়।

ওয়ালটনের মশা মারার ব্যাটগুলোর দাম মডেল অনুযায়ী ভিন্ন ভিন্ন। ক্ষেত্রে ওয়ালটনের ওয়েবসাইট থেকে আপনার বাজেট অনুযায়ী মশা মারার ব্যাট কিনতে পারবেন। অথবা ওয়ালটন যে কোন শোরুমে গেলেই ওয়ালটন মশা মারার ব্যাট পাওয়া যায়। 

ভিশন মশা মারার ব্যাট দাম কত?

ভীষণ ব্যান্ডের মশা মারার ব্যাট খুবই ভালো। দ্রুত চার্জ দিয়ে মশা মারার কাজে ব্যবহার করতে পারবেন।

ভীষণ ইলেকট্রিক ব্যাট : ৫৫০ টাকা।
ব্যাটারি লাইফ: সম্পূর্ণ চার্জে ৪-৭ ঘণ্টা ব্যবহারযোগ্য।
চার্জিং সময়: প্রথমবার ৪-৮ ঘণ্টা, পরবর্তী চার্জ ৪-৬ ঘণ্টা।
কোথায় পাবেন? ভীষণ শোরুম ও অনলাইন স্টোরে পাওয়া যায়।

ভীষণ ব্যান্ডের মশা মারার ব্যাট মডেল অনুযায়ী ভিন্ন ভিন্ন। তবে ক্ষেত্রে ওয়ালটনের শোরুম থেকে আরও অন্যান্য মডেলগুলো কম টাকা এবং এর থেকে বেশি টাকা দিয়েও ভালো কিছু মডেল কিনতে পারবেন। 

মশা মারার ভ্যাট কতক্ষণ চার্জে দিতে হয়?

ইলেকট্রিক মশা মারার ব্যাগ দীর্ঘক্ষণ সময় ব্যবহার করার জন্য সঠিক মাপে চার্জ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

প্রথমবার ব্যবহারের আগে ৮-১০ ঘণ্টা চার্জ দিন।
পরবর্তী চার্জিং সময় ৪-৬ ঘণ্টা হতে পারে।
অতিরিক্ত চার্জ না দেওয়া ভালো, পারফরমেন্স কমে যায়।
ভালো মানের মশার মারার ব্যাটে LED লাইট থাকে, যা চার্জ হয়ে গেলে সংকেত দেয়।
LED সবুজ বাতি জ্বললেই চার্জ সম্পন্ন হয়ে যায়। 

বাজারে জনপ্রিয় ইলেকট্রিক মশা মারার ব্যাটের দাম

বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় কিছু ইলেকট্রিক মশা মারার ব্যাট নিচে দাম এবং ব্যাটারি ব্যাকআপ তুলে ধরা হলো:

ব্র্যান্ড দাম (প্রায়) ব্যাটারি ব্যাকআপ
ওয়ালটন ৫৫০-৮৫০ টাকা ৬-৮ ঘণ্টা
ভিশন ৬০০-১০০০ টাকা ৭-১০ ঘণ্টা
নোভা ৫০০-৭৫০ টাকা ৬-৯ ঘণ্টা
চায়না ব্র্যান্ড ৪৫০-৭০০ টাকা ৫-৭ ঘণ্টা

এছাড়াও বাংলাদেশে আরো বেশ কিছু কোম্পানির মশা মারার ব্যাট কিনতে পাওয়া যায়। যেমন, টপার, সিঙ্গার, সহ আরো লোকাল কিছু ব্র্যান্ড রয়েছে। এগুলোর দাম ৫০০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যেই হয়ে থাকে। 

মশা মারার ব্যাট কোনটা ভালো

বর্তমান বাজারে বেশ কিছু জনপ্রিয় ব্যান্ডের মশা মারার ব্যাট পাওয়া যায়। যার মধ্যে ওয়ালটন, ভিশন, নোভা ও বিভিন্ন চাইনিজ ব্যান্ড খুবই ভালো। ওয়ালটন এবং ভিশন ব্র্যান্ডের ব্যাট গুলোর গুণগতমান তুলনামূলকভাবে অন্যান্য ব্যাটের থেকে অনেক ভালো এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ দেয়।

ওয়ালটন ব্যাটারির দাম একটু বেশি হলেও এটি দীর্ঘদিন পর্যন্ত সার্ভিস দিতে পারে এবং শক্তিশালী ব্যাটারি দেওয়া আছে ওয়ালটনের মডেল গুলোতে। এছাড়াও ভীষণ এবং এর কার্যকারিতা অন্যান্য ব্যাটের তুলনায় অনেক ভালো এবং এটি  অনেকক্ষণ মশা মারার কাজে ব্যবহার করা যায়।

Post a Comment

0 Comments
Post a Comment (0)