মোবাইল অ্যাপ দিয়ে টাকা ইনকাম
আসলে মোবাইল অ্যাপ দিয়ে কি টাকা ইনকাম হয় ? আসুন দেখে নিই মোবাইল অ্যাপের মাধ্যমে ইনকাম হয় নাকি হয়না,আমরা প্লে স্টোরে গিয়ে যদি আর্নিং অ্যাপ বা টাকা ইনকাম এই ধরনের কিছু খোঁজার চেষ্টা করি, তাহলে হাজার অ্যাপ চলে আসে |
আসলে এগুলো দ্বারা কি আর্নিং হয় ? কেমন পরিমাণ আর্নিং হয ? আর্নিং করতে গেলে কি কি প্রয়োজন হয় ? আজ এ সকল প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন শুধু একটু ধৈর্য সহকারে শুনতে হবে |
প্লে স্টোরের অ্যাপগুলো আসল নাকি নকল ?
এ প্রশ্নগুলো আমাদের অনেকেরই মনে জাগে আসুন দেখে নিই অ্যাপগুলো কেমন হতে পারে | প্লে স্টোরের যে অ্যাপগুলো আছে সেগুলোর 99% ই নকল | যেগুলো দ্বারা কখনো আর্নিং করা সম্ভব না | তাহলে এখন প্রশ্ন আসতে পারে অ্যাপের মাধ্যম কি ইনকাম করা সম্ভব নয়, অবশ্যই সম্ভব | তবে আপনাকে সঠিক অ্যাপটি নির্বাচন করতে জানতে হবে |
আপনি যদি নকল অ্যাপের মাধ্যমে ইনকাম করার জন্য সময় নষ্ট করে থাকেন তাহলে কোন ফলাফল পাবেন না | সেখান থেকে শুধুমাত্র আপনার সময় নষ্ট হবে, নকল বা ফেক অ্যাকাউন্ট দ্বারা ইনকাম কখনো সম্ভব না | তবে যারা আপনাকে সে অ্যাপটি দিবে অ্যাপ এর মালিক বা অ্যাপ তারা ঠিক ঐ ইনকাম করবে | গুগল প্লে স্টোরে যে অ্যাপ গুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই রেফার অ্যাপ | রেফার মানে হচ্ছে আপনি রেফার এর মাধ্যমে আয় করতে পারবেন |
অ্যাপে লগইন করতে হয় কিভাবে ?
অনেকেই প্রশ্ন করে থাকেন অ্যাপে লগইন করতে হয় কিভাবে | আজকে আপনাদের কে শিখাবো কিভাবে অ্যাপে লগইন করবেন | প্রতিটি অ্যাপের প্রথমে সাইন আপ করার জন্য আপনাকে একটি ইউজারনেম নির্বাচন করতে হবে, একটি পাসওয়ার্ড নির্বাচন করতে হবে | আপনার একটি ইমেইল একাউন্ট দিতে হবে এবং একটি রেফারেল একাউন্ট দিতে হবে এ রেফারেল একাউন্টে হতে পারে আপনার কোনো বন্ধু বা অন্য কারোর তবে বেশিরভাগ অ্যাপ এই রেফারেল কোড ছাড়া সাইন আপ করা যায় না |
রেফারেল কোড এর কাজ কি ?
এগুলা হয়তো অনেকেই জানেন অথবা অনেকে জানেন না | আজ আপনাদের বলব রেফারেল কোড এর কাজ কি | আপনি রেফারেল কোড ব্যবহার করে একটি একাউন্ট সাইন আপ করার পরে আপনারও একটি রেফারেল কোড হবে যেটির মাধ্যমে আপনি ও অন্যজনের কাছে রেফার করে আয় করতে পারবেন | এছাড়া ওয়েব গুলোর মধ্যে কিছু সহজ কোশ্চেন থাকে প্রশ্ন উত্তর থাকে যেগুলো সমাধান করে কিছু অল্প সংখ্যক পয়েন্ট পাওয়া যায় এই পয়েন্টগুলো দিয়েও আপনি ইনকাম করতে পারেন |
অ্যাপ দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব ?
আসুন জেনে নেই অ্যাপ দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব হয় | এই অ্যাপ গুলোর মাধ্যমে আপনি যদি এটা মনে করেন যে অ্যাপের মাধ্যমে ইনকাম করে লাখপতি বা কোটিপতি এরকম হবেন বা হাজার টাকা ইনকাম করবেন তাহলে সেটা কখনো সম্ভব না | আপনি অ্যাপের মাধ্যমে ইনকাম করে বড়জোর আপনার মোবাইল খরচ টা চালাতে পারেন এর বেশি কিছু আশা করলে আপনি পারবেন না | একটি অ্যাপ সাধারণত এক ঘন্টা কাজ করার পর 10 থেকে 20 টাকা দেয় এবং প্রতি রেফারে জন্য 2 থেকে 3 টাকা দিয়ে থাকে | তাহলে এবার ভাবুন আপনি কত ঘন্টা কাজ করে কত টাকা উঠাতে পারবেন | তবে এখানে একটি বড় ধরনের সুবিধা রয়েছে !
অ্যাপ নির্বাচন এবং ইনকাম |
অনেকেই জানেন না কোনগুলো আসল আর কোনগুলো নকল অ্যাপ | আজকে আপনাদের দেখাবো অ্যাপ নির্বাচন এবং ইনকাম করা | আপনি যে অ্যাপটি তে কাজ করবেন সেটি আপনি নির্বাচন করার জন্য অ্যাপ এর শর্তাবলী তে আপনি লক্ষ্য করে দেখবেন যে, সেখানে 50%রেফার ইনকাম আছে কিনা | যদি 50% রেফারেল ইনকাম থাকে তাহলে আপনি যাকে রেফার করবেন সে যা ইনকাম করবে তার 50% টাকা আপনি পাবেন | এক্ষেত্রে আপনি অনেক তাড়াতাড়ি বড় ধরনের টাকা ইনকাম করতে পারবেন |
মনে করেন আপনি এক দিনে 20 জনকে রেফার করেছেন এখন মনে করেন এই 20 জন প্রতিদিন যদি দুই হাজার টাকা ইনকাম করে তাহলে সেখান থেকে আপনি 50% রেফারেল এর জন্য 1000 টাকা পেয়ে যাবেন | এইটাই হচ্ছে অ্যাপ এ কাজ করার সবচাইতে বড় সুবিধা তবে সব অ্যাপ আপনাকে এমন ধরনের রেফারেল সুবিধাটি দিবে না | অ্যাপে ইনকাম মানে আপনাকে বুঝে নিতে হবে যে সেটি রেফারেল ইনকাম | তারা চায় একজন ইউজার এর থেকে আরো অনেকগুলো ইউজার বাড়াতে যাতে করে তাদের অ্যাপটিতে অনেক ইউজার হয় এবং তারা অধিক পরিমাণে ইনকাম করতে সক্ষম হয় |
পেমেন্ট সিস্টেম
এবারে আসি পেমেন্ট সিস্টেম নিয়ে | আপনি গুগল প্লে স্টোরে যে কোন অ্যাপ এ কাজ করতে গেলেই পেমেন্ট সিস্টেমে গিয়ে দেখবেন বিকাশ, নগদ এই জিনিসগুলো থাকবে | তবে সেখানে আপনাকে নির্দিষ্ট একটি পয়েন্ট অর্জন করতে হবে নির্দিষ্ট একটি পয়েন্ট অর্জন এর পরে আপনি আপনার টাকা উইথড্র করতে পারবেন | তবে একটি অ্যাপ আপনাকে দীর্ঘ সময় ধরে পেমেন্ট দিতে চাইবে না তাদের নির্দিষ্ট সংখ্যক ইউজার হয়ে যাওয়ার পর সেগুলো বন্ধ করে দেয় |
আসলে মোবাইল অ্যাপ থেকে টাকা ইনকাম করা খুবই কঠিন | অনেক পরিশ্রম করার পরও টাকা আমরা হাতে পাই না | কিছু কিছু অ্যাপ আছে যেগুলো তে টাকা দেয়, কিন্তু বেশিরভাগ টাকা দিবে বলে শর্ত বাড়িয়ে দেয় সে শর্তগুলো পূরণ করতে আমরা পারিনা তাই টাকা টা আমরা হাতে পায় না | সুতরাং মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা ইনকাম করা অনেক বেশি সহজ |